Mahua
ছবি: নিউজ ১৮

নয়াদিল্লি: পরণে উজ্জ্বল গোলাপি সবুজ শাড়ি। এই সাজেই বৃহস্পতিবার সংসদে হাজির হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের শাড়ি বাছাইয়ের পিছনে যুক্তিও দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ৷ ট্যুইটারে মহুয়ার দাবি, অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখার সময় যাতে সরকারি চ্যানেল সংসদ টিভি-র ক্যামেরার নজরে তিনি পড়েন, সেই জন্যই এই এমন উজ্জ্বল রংয়ের শাড়ি পরে সংসদে এসেছেন তিনি৷

আসলে গতকালই সংসদ টিভি-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন মহুয়া৷ বুধবার ট্যুইট করে তিনি অভিযোগ করেন, বিজেপি নেতারা বক্তব্য রাখার সময় সংসদ টিভি-র ক্যামেরা তাঁদের দিকেই তাক করা থাকে৷ কিন্তু বিরোধী শিবিরের নেতারা বক্তব্য রাখতে শুরু করলেই সংসদ টিভিতে তাঁদের মুখ দেখানোই হয় না৷

আরও পড়ুন: বুধে রাহুলের আক্রমণ! সংসদে আজ জবাবি ভাষণ প্রধানমন্ত্রী মোদির

সংসদ টিভি-কে ট্যাগ করে ট্যুইটারে মহুয়া লেখেন, ‘সবাই দেখছেন অনাস্থা প্রস্তাবে বিজেপি নেতারা বক্তব্য রাখার একটানা তাঁদের মুখই ধরে রাখে৷ িকন্তু যখনই ইন্ডিয়া জোটের পক্ষে কোনও বক্তা বলতে শুরু করেন, তখন ক্যামেরা চেয়ারপার্সনের দিকে ঘুরে যায়৷ যেমন ডিএমকে-র কানিমোঝি বক্তব্য রাখার সময় তাঁকে দেখানোই হল না, আবার বিজেপি-র হিনা গাভিটকে একটানা দেখিয়ে যাওয়া হল৷ লজ্জাজনক, করদাতাদের টাকা দিয়েই আপনাদের খরচ চলে৷’

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Mahua Moitra


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।