ছবি: দৈনিক সিলেট

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন বলেন, আদর্শ মানুষ হওয়ার মধ্যেই সফলতার মূলমন্ত্র নিহিত রয়েছে। অর্থ-কড়ি, ধন-সম্পদ অর্জন প্রকৃত সফলতা নয়; বরং মানুষের প্রতি সদাচারের মাধ্যমে মানুষের সম্মান ও ভালোবাসা অর্জন করাই প্রকৃত সফলতা। একজন আদর্শ মানুষ সে সফলতা অর্জনে দৃষ্টি নিবদ্ধ করেন।

আমাদের সেদিকে মনোনিবেশ করা উচিত। এছাড়াও দুনিয়াবি জীবনের সকল কাজের দ্বারা মহান আল্লাহর কাছেও যেন সম্মানিত হওয়া যায়, সেই প্রচেষ্টা করা আমাদের কর্তব্য।

বুধবার(৩০ আগস্ট) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের জহুরা উসমান খান দাখিল মাদরাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (উত্তর) উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। শাখা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, সিলেট পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, ফুলচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আব্দুর রউফ, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-প্রশিক্ষণ সম্পাদক বায়েজীদ আহমদ, জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা কয়েছ আহমদ, সংগঠনের সিলেট সদর (পশ্চিম) উপজেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাইফ, জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দিদারুল ইসলাম, সাকিব আহমদ, তাহির আলী, মাদরাসার গভর্নিং বডির সদস্য ক্বারী মানিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ (উত্তর) উপজেলা সহ-সভাপতি কামরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক আহসান হাবীব, বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক আবু সাঈদ, প্রশিক্ষণ সম্পাদক জৈন উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহিবুর রহমান তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হুমায়ুন চৌধুরী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামসুল হুদা, সদস্য- জিহান আহমদ, আলা উদ্দিন, মনোয়ার আহমদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।