ছবি: দৈনিক সিলেট

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ।

সোমবার ( ২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা তাদের কার্যালয়ের চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ তাদের কার্যালয়ের চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির্গরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেবী চন্দ আসন্ন দ্বাদশ নির্বাচন নিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কোন বিশৃংখলা ঘটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর নির্দেশনা দেন জেলা প্রশাসক দেবী চন্দ। তিনি জানান, চুনারুঘাটের উন্নয়ন অগ্রগতি হৃদয় দিয়ে করার চেষ্টা করব। আমার সবটুকু উজাড় করে সরকারের, আপনাদের উন্নয়ন প্রত্যাশাকে বাস্তবায়ন করতে চাই। চুনারুঘাটের উন্নয়ন কাজ চলমান রয়েছে সকল উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের জন্য কাজ করছি। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় পিআইও প্লাাবন পাল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা , কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম , সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, টিএইচও ডা: মোজাম্মেল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, রিপোটার্স ইউনিটির সেক্রেটারি মো: আবুল কালাম, চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাগণ সহ আরো অনেকেই।

উল্লেখ্য গত (২১জুলাই ) হবিগঞ্জ নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন দেবী চন্দ। তিনি এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। হবিগঞ্জ বিদায়ী জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেব বদলি করায় দেবী চন্দ তার স্থলাভিষিক্ত হন। এর আগে সকাল ১০ টায় চুনারুঘাটে জেলা প্রশাসক চুনারুঘাটে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।