image
ছবি: দৈনিক সিলেট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

(১৫ আগস্ট) মঙ্গলবার সকাল ৭ টায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধনির্মিত ও কালো পতাকা উত্তোলন। ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ১১টায় শোক র‍্যালী ও শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা। পরে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনী বিতরণ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাগুলোর সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এসএ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।