ছবি: দৈনিক সিলেট

সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ ইসলামিক কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল থেকে সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাকির আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নাজিম উদ্দিন,বদরুল আলম,মস্তাক আহমদ,খায়রুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ফজলুল হক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুর রহমান এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আল মারওয়ান জিসান। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। এ বছর বছর এ বিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ সহ ১৩ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাস করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।