ছবি: দৈনিক সিলেট

প্রথম আলোর ২৫ বছর পূর্তি উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার উদ্যোগে রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের আয়োজন করা হয়। রজতজয়ন্তী উৎসব উপলক্ষে আলোচনা সভায় বন্ধুসভার বইমেলা সম্পাদক হুমায়রা আক্তার হিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক নাঈম আহমদ শুভ, সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুরাদ,সাবেক কার্যকরী সদস্য আল আমিন বুলবুল। এসময় বন্ধুসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক প্রথম আলো সংবাদ প্রচারের পাশাপাশি সমাজের মহত্তর উন্নয়নে বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সেই সাথে যুবসমাজের আত্মোন্নয়ন ও চিন্তার বিকাশে প্রথম আলোর ভূমিকা অনস্বীকার্য। সারা দেশব্যাপী প্রথম আলো বন্ধুসভা প্রথম আলোর সেই ভিশন ও মিশনের নিরন্তর সহযোগী। মানবাধিকার, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধারন করে আগামীর সোনার বাংলা বিনির্মানে দৈনিক প্রথম আলোর পাশাপাশি বন্ধুসভার তারুণ্যও জোড়ালো ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে শহীদ মিনার থেকে ক্যাম্পাসের অর্জুনতলা পর্যন্ত একটি র‌্যালি করেন বন্ধুসভার সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।