ছবি: নিউজ ১৮

নয়া দিল্লি: জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসে পৌঁছলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন তাঁর বিশেষ বিমান অবতরণ করে নয়া দিল্লির বিমানবন্দরে। সেখানে তাঁকে অর্ভথনা জানানো হয়। বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। তবে ভারতে নেমেই বাইডেন পৌঁছে গেলেন নরেন্দ্র মোদির বাড়ি! দিল্লির ৭ নম্বর লোক কল্যান মার্গে দেখা গেল এক ঐতিহাসিক ছবি। নরেন্দ্র মোদির সঙ্গে হাতে হাত মেলালেন বাইডেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত জুন মাসে ওয়াশিংটন ডিসিতে তাঁদের মধ্যে দেখা হয়েছিল। ফের ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন!

রাতে প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নৈশ ভোজের আয়োজনও! মোদির বাসভবন ঘুরে দেখেন বাইডেন। ইতিমধ্যেই সে ছবি সামনে এসেছে। জি-২০ সম্মেলন নিয়ে বেশ উৎসাহী বাইডেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বার্তা দেবেন! ইতিমধ্যেই তাঁদের মধ্যে কী আলোচনার বিষয় তা নিয়ে উৎসাহ বাড়ছে।

Published by:Piya Banerjee

First published:

Tags: G20 Summit 2023, Joe Biden, PM Modi


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।