IMG   x
ছবি: চ্যানেল অনলাইন

শাহরুখের ‘জওয়ান’ এর চাপেই পিছিয়ে গেল দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ

KSRM

শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির দাপটে গুঞ্জন ছিল মুক্তি পেছাবে ‘অন্তর্জাল’ ছবির। অবশেষে তাই হলো, ৮ সেপ্টেম্বর নয়, দুই সপ্তাহ পিছিয়ে ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে দীপংকর দীপন পরিচালিত এ ছবিটি।

রবিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে অন্তর্জালের ট্রেলার প্রকাশ করে নতুন মুক্তির তারিখ জানান সংশ্লিষ্টরা।

Bkash July

পরিচালক দীপংকর দীপন বলেন, একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে। কারণ শতভাগ সন্তুষ্ট নিয়ে অন্তর্জাল দর্শকের কাছে দিচ্ছি। আমার বিশ্বাস দর্শকেরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।

অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Reneta June

দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ছবি ‘অন্তর্জাল’র প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

মিম বলেন, অন্তর্জালের মুক্তি নিয়ে দ্বিধা ছিল। আমি নিজেও কনফিউজড ছিলাম কবে মুক্তি পাবে। ফাইনালি ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জেনে মন ভালো হয়ে গেছে।

I Screen Ami k Tumi

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।