GPI  X.jpgoverlay positionbottomoverlay width pct
ছবি: প্রথম আলো

৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে কম্পটন অনেক চোটের সঙ্গেও লড়াই করেছেন। কিন্তু কোনো কিছুই তাঁকে টলাতে পারেনি। এমনকি হাজারের চূড়ায় উঠেও এখনই ক্রিকেটকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই কম্পটনের। তিনি বলেন, ‘নিজের শরীর ভেঙে পড়ার আগপর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই।’

তবে কি এবার লক্ষ্য ১৫০০ উইকেটের? এমন প্রশ্নের জবাবে হাসিমুখে কম্পটন বলেন, ‘এটার জন্য আমাকে আরও ২০ বছর খেলতে হবে। নিশ্চিত নই আরও ২০ বছর চালিয়ে যেতে পারব কি না। কিন্তু হলে ভালোই লাগবে। দেখা যাক কী হয়। আপনি জানেন না কখন কী হয়।’

নিউ সাউথ ওয়েলসের কমিউনিটি ক্রিকেটের প্রধান ক্রেইগ ম্যাকলিন কম্পটনকে নিয়ে বলেন, ‘কম্পটনের মতো কমিউনিটি ক্রিকেটাররাই ক্রিকেটের সত্যিকারের চেতনাকে মূর্ত করে তোলেন। আমরা ক্লাবের প্রতি তার আনুগত্য এবং হাজার উইকেটের অর্জনকে উদযাপন করছি। ক্রিকেট সবার জন্য। এটা এমন মুহূর্ত, যা আমাদের নতুন ক্রিকেটারদের খেলার জন্য উৎসাহিত করবে এবং আজীবন খেলাটিকে ভালোবাসার অনুপ্রেরণা দেবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।