cbfbffabaebfaff bbcd
ছবি: ইত্তেফাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশের প্রধান তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপ দেখতে চায় যুক্তরাষ্ট্র।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এমন ইঙ্গিত দেওয়া হয়।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র  কোনো রাজনৈতিক দলের ওপর আনুকুল্য দেখায় না। উদ্ভূত পরিস্থিতিতে যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করবে তাদের বিরুদ্ধে পূর্বঘোষিত মার্কিন ভিসানীতি কার্যকর হবে।

এর আগে সোমবার বিকাল ৩টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় ৪০ মিনিটের এ বৈঠকে পিটার হাস মূলত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি পৌঁছে দেন।

চিঠির বিষয়ে জাপা মহাসচিব বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে দেওয়া হয়েছে।

তবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, এ ধরনের কোনো চিঠি তারা এখনো পাননি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।