adbfdba faacaf
ছবি: ইত্তেফাক

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিচ্ছে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা  ও সনদ প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক  মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। সভাপতিত্ব করবেন শিক্ষা বৃত্তি উপকমিটির আহবায়ক মো. আব্দুল হামিদ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।