Banner X.jpgoverlay positionbottomoverlay width pct
ছবি: প্রথম আলো

হেলমেট না পরা নিয়ে পুলিশের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে আটক ও একজনকে মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার রাত নয়টার দিকে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ব্যস্ত এই মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে এক ঘণ্টা পর রাত ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আজ রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হেলমেট ছাড়াই একটি মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী যাচ্ছিলেন। এ সময় সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের এক সদস্য তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেল আটকে মামলা করেন। শিক্ষার্থীরা পরিচয় দিলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার বেশ কয়েকজন পুলিশ জড়ো হন। একপর্যায়ে এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশ। পরে  বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আলভীর ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড  ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রমজান হোসেনকে আটক করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।