Afghanistan
ছবি: চ্যানেল অনলাইন

আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ের দিনে রান আউট হতে হতেই ইনিংস শেষ হয়েছে নেদারল্যান্ডসের। টপঅর্ডারের সেরা চার ব্যাটার রান আউটের শিকার হয়েছেন। বাকিদের আসা-যাওয়ার মাঝে ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ডাচদের ইনিংস থামে ১৭৯ রানে।

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জেতেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আসরে তৃতীয় জয়ের লক্ষ্যে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইকেটকিপার-ব্যাটার।

শুরুতে টিপিক্যাল আফগান-বোলিংয়ের তোপে পড়েন দুই ওপেনার ওয়েসলি বারেসি এবং ম্যাক্স ও’ডাউড। ৪ বল খেলে ১ রান করে মুজিব উর রহমানের বলে সাজঘরে ফিরে যান বারেসি। কলিন অ্যাকেরম্যানের সাথে হাল ধরেন ও’ডাউড। সর্বোচ্চ ৬৯ রানের জুটি গড়ে ৪০ বলে ৪২ রান করে ফিরে যান ও’ডাউড।

পরে হাল টানতে থাকেন সাইব্রান্ড অ্যাঙ্গেলব্রাখট। সর্বোচ্চ ৫৮ রান আসে ডানহাতি ব্যাটারের থেকে, খেলেন ৮৬ বলের ধৈর্যশীল ইনিংস। অন্যদের আসা-যাওয়ার মাঝে রান আউট হওয়ার আগে ছোট-বড় ছয়টি জুটি গড়েন।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্পিনার মোহাম্মদ নবী। বাঁহাতি স্পিনার নুর আহমেদ ২টি এবং একটি উইকেট নেন আরেক স্পিনার মুজিব উর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।