fabbdbcbcecc dcd
ছবি: আজকের পত্রিকা

সৌদি প্রো লিগে ক্লাব আল-হিলালের কাছে নেইমারকে বিক্রি করতে রাজি হয়েছে পিএসজি। ৯০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে থাকছে আনুষঙ্গিক আর কিছু আর্থিক চুক্তিও। আজ এমনটাই জানিয়েছে, বিবিসি ও এএফপি। 

নিজেদের ফুটবলে ‘গ্যালাকটিকোস’ যুগ শুরু করতে গ্রীষ্মকালীন দলবদলে টাকার বস্তা নিয়ে নেমেছে সৌদি। তার অংশ হিসেবে গত জানুয়ারিতে আল-নাসর কিনে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। এরপর ইউরোপের শীর্ষ ফুটবল ছেড়ে একে একে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা, এনগোলা কান্তে, রবার্তো ফিরমিনো, সাদিও মানের মতো অনেক তারকা। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন নেইমারও। গত পরশু ৩১ বছর বয়সী তারকাকে আল-হিলালের প্রস্তাবের বিষয়টি সামনে আনেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, ক্লাবটির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে নেইমার। 

আজ রোমানো টুইটারে আরও জানান, দুই বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। চুক্তি চূড়ান্ত করতে দুই পক্ষই নথিপত্র পরীক্ষা ও অনুমোদন নিয়ে কাজ করছে। মেডিকেল পরীক্ষার পর আজ তিনি সৌদিতে যাবেন। ক্লাবটিতে তিনি পরবেন ‘১০ নম্বর’ জার্সি। এই সপ্তাহেই তাঁকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। পিএসজি নেইমারের জন্য ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি প্রস্তাব গ্রহণ করেছে। ধারে তিনি বার্সেলোনাতে যাচ্ছেন না। আর-হিলালের হয়েই খেলবেন ব্রাজিলিয়ান তারকা। 

অবশ্য এই ব্যাপারে পিএসজি ও আল-হিলাল; দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি। ২০১৭ সালে ক্যাম্প ন্যু ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে চোটের কারণে তাঁর অর্ধেক মৌসুম কেটেছে মাঠের বাইরে। গত দুই মৌসুম ধরে তাঁর বার্সাতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এর আগেও গুঞ্জন শোনা গিয়েছিল, সৌদির ফুটবল থেকে প্রস্তাব পেয়েছেন নেইমার। তবে সেই গুঞ্জন সেবার ঢাকা পড়ার পর তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল নিউক্যাসলের নাম। 

গত শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। সেই ম্যাচে কোচ লুইস এনরিকের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার আগে অবশ্য ফরাসি জায়ান্টদের হয়ে অনুশীলনে দেখা গিয়েছিল তাঁকে। পিএসজির সঙ্গে তাঁর চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। গত মাসে আল-হিলাল বিশ্বরেকর্ড গড়া ২৫৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। ফরাসি চ্যাম্পিয়নরাও সেই প্রস্তাবে রাজি ছিল। কিন্তু প্যারিসিয়ানদের সঙ্গে সম্পর্ক ভালো না হলেও ভবিষ্যেতর কথা ভেবে এই প্রস্তাবে রাজি হননি ফরাসি ফরোয়ার্ড।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।