News Bengla logo x
ছবি: নিউজ ১৮

নয়াদিল্লি: সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ৫ দিনের বিশেষ সংসদের অধিবেশন ডেকেছে মোদি সরকার। আচমকা এই সিদ্ধান্তে শুরু হয়েছে জল্পনা। বিরোধীদের অভিযোগ, লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের তরফে কোনও বার্তা ছাড়াই আচমকা সামাজিক মাধ্যমে সংসদের বিশেষ অধিবেশন ঘোষণা নজিরবিহীন।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মুম্বইয়ে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। শুক্রবার মুল বৈঠক হবে। সেদিনই সংসদের বিশেষ অধিবেশন ঘোষণা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, সংবাদমাধ্যমের নজর ঘোরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী বলেন,  “সরকারিভাবে আমাদের এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। সাধারণভাবে এই ধরণের কোনও সিদ্ধান্ত নেওয়া হলে, বুলেটিন প্রকাশ করা হয় অথবা ফোন করে খবর দেওয়া হয়। কী এমন দরকার পড়ল যে হটাত করে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হল। বিধানসভা নির্বাচন এসে গেছে এবং যে রাজ্যগুলিতে নির্বাচন হতে চলেছে, সেখানে বিজেপি দুর্বল। “

আরও পড়ুন –  ‘সাধারণ মানুষ বিমা এজেন্টদের যেভাবে সময় দেন’ রাহুলের সঙ্গে অভিষেকের বৈঠক নিয়ে তোপ অধীরের

তিনি আরও বলেন, ” নিজেদের বাঁচাতে বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। আমরা প্রমাণ করে দেব, এটা অমৃত কাল নয়, এটা গরল কাল। ” তৃণমূলের সাকেত গোখলে তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ” মোদি সরকার ইন্ডিয়া পার্টি নিয়ে এতটাই উদ্বিগ্ন যে তিনি রাত আটটা জাতির উদ্দেশে ভাষণ দেওয়া বন্ধ করে সংসদকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।”

আরও পড়ুন –  Chandrayaan-3: এবার চাঁদ থেকে এল ভূমিকম্পের বড় খবর! বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন পুরোটা

সমাজমাধ্যম X-এ (পূর্বতন ট্যুইটার) প্রহ্লাদ যোশী লেখেন, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে৷ অমৃতকালের মধ্যে সংসদে ফলপ্রসূ আলোচনা এবং বিতর্কের দিকে তাকিয়ে রয়েছে৷ নিজের পোস্টের সঙ্গে নতুন এবং পুরনো সংসদ ভবনের ছবি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ প্রসঙ্গত উল্লেখ্য, সংসদের সর্বশেষ বাদল অধিবেশন পুরনো সংসদ ভবনেই বসেছিল৷ সংসদের এই বিশেষ অধিবেশন কেন ডাকা হল তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা ছড়িয়েছে৷ বিশেষত, পাঁচটি রাজ্যে বছরের শেষে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে৷ সাধারণত নভেম্বর মাসের শেষ সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়৷

RAJIB CHAKRABORTY

Published by:Debalina Datta

First published:

Tags: Narendra Modi, Parliament

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।