fabbdbcbcecc dcd
ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বেতার সিলেটে এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে গেছে। আর এ কারণে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ হয়ে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে প্রায় দেড়টার দিকে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘৫ টনি একটি এসির কম্প্রেশার বিস্ফোরণ ঘটেছে। এতে শুধুমাত্র এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সমাধান হবে আশা করছি। বাকি সব ঠিকঠাক চলছে।’ 

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। যেখানে আগুন লেগেছে সেখানে দামি দামি যন্ত্রপাতি থাকায় সিওটু (কার্বন ডাই অক্সাইডসহ আগুন নেভানোর গ্যাস) ব্যবহার করে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।