Banner X.jpgoverlay positionbottomoverlay width pct
ছবি: প্রথম আলো

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের ব্যবসায়ী মৃণাল কান্তি বৈদ্য বলেন, তিনি নিজ প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন, এ সময় হঠাৎ ভূকম্পন অনুভূত হয়। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানটি দোতলায় হওয়ায় তিনি কম্পন বেশি অনুভব করেন। এরপর তিনি দোকান খোলা রেখেই দৌড়ে বেরিয়ে পড়েন।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ভূমিকম্পে সিলেটে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় রাজ্যে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। গত ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।