image
ছবি: ঢাকা টাইম

বিমান বাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর বি এফ শাহীন কলেজের পাশে বিমান বাহিনীর কবরস্থানে সুলতান মাহমুদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য।

মহান স্বাধীনতাযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সুলতান মাহমুদকে ‘বীর উত্তম’ খেতাব প্রদান করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।

সুলতান মাহমুদ ১৯৬২ সালের ১ জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে সে সময়ের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টর ও পরবর্তীতে সেক্টর ১-এর কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তখনকার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। গতকাল ১৪ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এআর)


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।