image
ছবি: ঢাকা টাইম

সাজঘরে মুশফিক, হৃদয়ের ফিফটি

খেলাধুলা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

2023-09-09

শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেছিলেন হৃদয়-মুশফিক। বাংলাদেশকে বিপদে ফেলে এবার সাজঘরে ফিরলেন মুশফিক। এদিকে ফিফটি তুলে নিলেন তাওহীদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬০ রান।

এখন ৫১ রানে হৃদয় ও ১ রানে শামীম ব্যাট করছেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি কেউই। ২৮ রানে মিরাজ ও ২১ রানে নাঈম আউট হন। এরপর দ্রুত সাজঘরে ফেরেন সাকিব-লিটন। সাকিব ৩ লিটন ১৫ রান করেন।

৪ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরার প্রয়াস চালান মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। দুজন মিলে গড়েন ৭২ রানের জুটি। ৪৮ বলে ২৯ রান করে আউট হন মুশফিক। এদিকে ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার দলনেতা সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ঝড়ো সূচনার ইঙ্গিত দেন দুই লঙ্কান ওপেনার। কিন্তু জুটি বড় করতে পারেননি তারা। হাসান মাহমুদের করা বলে ১৭ বলে ১৮ রান করে আউট হন দিমুথ করুনারত্নে।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা কুশল মেন্ডিসকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ৬০ বলে ৪০ রান করা নিশাঙ্কাকে ফেরান শরিফুল। নিজের করা পরের ওভারে ৫০ রান করা কুশল মেন্ডিসকে আউট করেন এই টাইগার পেসার। ১০ রান করেন আশালাঙ্কা। ৬ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা।

এদিকে ষষ্ঠ উইকেট জুটিতে দলনেতা দাসুন শানাকাকে নিয়ে দারুণ ব্যাট করে যান সাদিরা সামারাবিক্রমা। দুজনে গড়েন ৬০ রানের জুটি। ২৪ রান করে আউট হন শানাকা। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের সেঞ্চুরির পথে ছিলেন সামারাবিক্রমা। শেষ বলে আউট হওয়ার আগে করেন ৯৩ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট নেন শরিফুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এমএম)

© dhakatimes24.com

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);

ga(‘create’, ‘UA-38749562-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।