ছবি: নয়া দিগন্ত


হার দিয়েই এবারের এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছে ৫ উইকেটে। এর কারণ হিসেবে তামিম-লিটনের অনুপস্থিতিতে নিজের দায়িত্ব নিতে না পারাকে উল্লেখ করেন সাকিব। তবে তার এমন মন্তব্য পছন্দ হয়নি রমিজ রাজার। এই পাকিস্তানীর দারি ‘তার এমন মন্তব্য মনোবল ভেঙে দিবে দলের।’

বৃহস্পতিবার লঙ্কানদের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন সাকিব। যেখানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম-লিটন না থাকায় ব্যাটিংয়ে আমাকে দায়িত্ব নিতে হতো। আমি তা করতে পারিনি।’ তবে সাকিবের এই মন্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা।

রমিজ রাজার নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে বলেন, ‘আমার ভালো লাগেনি, যখন সাকিব বললেন যে- লিটন ও তামিম নেই। এটা বলা ঠিক নয়। কারণ, এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের সক্ষমতার ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না কিংবা অধিনায়কের চোখে আমরা ম্যাচ উইনার নই।’

কারো থাকা না থাকা নয়, সাকিবের প্রতি রমিজের পরামর্শ হারের কৌশলগত কারণ বের করা। তিনি বলেন, ‘কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ, এটা কঠিন উইকেট ছিল।’

তবে এই কাজটা যে দ্রুত সময়ে করতে হবে, তাও স্মরণ করিয়ে দিয়েছেন রমিজ রাজা। ভিডিওতে তিনি বলেন, ‘দ্রুত তাদের এর সমাধান করতে হবে। কারণ, বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ জিতেছে। বাংলাদেশেও এসে তাদের হারিয়েছে।’

লঙ্কানদের বিপক্ষে হারের কারণ হিসেবে দলের দুর্বল পরিকল্পনার কথা বলছেন রমিজ। তার চোখে মনেই হয়নি কোনো আলাদা পরিকল্পনা ছিল বাংলাদেশের। রমিজ বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার অপরিপক্ক বোলারদের চড়াও হওয়ার সুযোগ দিয়েছে। এটা একটা ভুল ছিল। পাথিরানার কাছে ক্লাস, স্পিড আছে, স্লিংগিং অ্যাকশনের কারণে কিছুটা মুশকিল বোলার। কিন্তু থিকশানাকেও তারা চড়াও হতে দিয়েছে। কোনো জায়গায় মনে হয়নি যে তাদের পরিকল্পনা আছে।’

সাকিব ছাড়া ভালো মানের আর কোনো অলরাউন্ডার না থাকাকেও বাংলাদেশের জন্য সমস্যা মনে করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তার ভাষ্য, ‘বাংলাদেশের জন্য বড় আরেকটি সমস্যা হলো, তাদের কাছে দু-একজন কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই।’


   


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।