Rizvi
ছবি: যমুনা

বিরোধী দল নিশ্চিহ্ন করতে দেশজুড়ে গণগ্রেফতার চালাচ্ছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, রাষ্ট্রের পুলিশবাহিনী দলীয় আচরণ করছে। সরকার নতুন ফর্মুলায় একতরফা নির্বাচন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (৩ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামার পরই আন্দোলন দমাতে দলটির নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে।

রিজভী বলেন, ২৭২ কার্যদিবসের এই সংসদ আওয়ামী দলীয় আড্ডাবাজির আখড়ায় পরিণত হয়েছে। পাঁচ বছর ধরে এই অবৈধ সংসদে যে ১৬৫টি বিল পাশ হয়েছে তার প্রায় সবই গণবিরোধী। এটি আওয়ামী লীগের শেষ সংসদ বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার ‘অসংলগ্ন কথাবার্তা উদ্ভ্রান্ত আচরণ’ স্বাভাবিক মানুষের পর্যায়ে নেই বলেও দাবি রিজভীর। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং সিভিল প্রশাসনকে জনগণের বিরুদ্ধে গিয়ে গণশত্রু না হওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

এএস/


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।