FotoJet
ছবি: নিউজ ১৮

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরের অশান্তি বন্ধ করতে চান না। গতকাল সংসদে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের পর আজ নরেন্দ্র মোদিকে সরাসরি মণিপুরে হিংসার জিইয়ে রাখার জন্য দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, ভারতীয় সেনা চাইলেই মণিপুরের অশান্তি দু দিনে বন্ধ করে দিতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থেই তাঁর হাতে থাকা অস্ত্র ব্যবহার করছেন না বলে অভিযোগ করেন রাহুল গান্ধি।

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে গতকালই মণিপুরে অশান্তির জন্য অতীতের কংগ্রেস শাসনকে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু ঘণ্টার ভাষণের বেশির ভাগ সময়টাই তিনি কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোটকে আক্রমণে ব্যয় করেছিলেন৷ এ দিন তারও পাল্টা জবাব দিয়েছেন রাহুল গান্ধি৷ অটল বিহারী বাজপেয়ীর তুলনা টেনে রাহুলের পাল্টা তির, প্রধানমন্ত্রী পদের গুরুত্বই বোঝেন না নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন: IPC, CRPC-র নাম বদল! দেশদ্রোহিতা আইনও প্রত্যাহার করে নিল কেন্দ্র, ঘোষণা শাহের

সাংবাদিক বৈঠক করে এ দিন নিজের মণিপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরেন রাহুল গান্ধি৷ তিনি অভিযোগ করেন, মণিপুরে আইনের কোনও শাসনই নেই৷ কংগ্রেস নেতার কথায়,  ‘মণিপুরে ভারত মাতার হত্যা হয়েছে৷ আমি কথাটাই সংসদে তুলে ধরেছিলাম৷ প্রধানমন্ত্রী গতকাল হাসলেন, মজা করলেন৷ দেখে মনে হল প্রধানমন্ত্রী ভুলে গিয়েছেন চার মাস ধরে মণিপুর জ্বলছে৷ মহিলা, শিশুদের উপর অত্যাচার চলছে, মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে আর প্রধানমন্ত্রী সংসদে বসে নির্লজ্জের মতো হাসছেন৷ এটা বিজেপির বিভাজনের রাজনীতির জন্য হচ্ছে৷ মণিপুরে যা চলছে ভারতীয় সেনা চাইলে দু দিনের মধ্যে তা বন্ধ করে দিতে পারে৷ প্রধানমন্ত্রীর হাতেও সেই অস্ত্র রয়েছে৷ কিন্তু তিনি তা ব্যবহার করবেন না৷  এই প্রথমবার ভারতমাতা শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হল৷ ভারতমাতাকে মণিপুরে হত্যা করা হয়েছে৷ এটাই তো আমি বলেছিলাম৷ ভারতমাতা মানে তো একটা ভাবনা, যার অর্থ মানুষ শান্তিতে, নিশ্চিন্তে ভারতে বসবাস করবে৷’

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধি আরও বলেন, প্রধানমন্ত্রী তো একবার মণিপুরে যেতে পারতেন৷ সেখানকার মানুষকে বলতে পারতেন, আমি আপনাদের প্রধানমন্ত্রী, আসুন কথা বলে সমস্যার সমাধান করি৷ কিন্তু ওনার সেরকম কোনও ইচ্ছাই তো আমি দেখছি না৷ নরেন্দ্র মোদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হবেন কি না, সেটা জরুরি প্রশ্ন নয়৷ জরুরি প্রশ্ন হল, মণিপুর জ্বলছে৷ সেখানে শিশু সহ মানুষকে হত্যা করা হচ্ছে৷

গতকাল নাম না করে রাহুল গান্ধিকেও তীব্র কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদি৷ রাহুলকে কংগ্রেসের ব্যর্থ প্রোডাক্ট বলে মজা করেছিলেন মোদি৷ এ দিন তার জবাবও দিয়েছেন রাহুল৷

সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ‘প্রধানমন্ত্রী পদে বসলে কেউ আর রাজনীতিক থাকতে পারেন না। তিনি তখন দেশের মানুষের প্রতিনিধি হয়ে যান। রাজনীতি সরিয়ে রেখে প্রধানমন্ত্রীর উচিত দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। কিন্তু এটা অত্যন্ত দুঃখের যে প্রধানমন্ত্রী তাঁর পদের গুরুত্বই বোঝেন না। তিনি তো আমার, আপনার সবার প্রতিনিধি। একজন প্রধানমন্ত্রী দু ঘণ্টা বক্তব্য রাখতে গিয়ে গোটাটাই বিরোধীদের নিয়ে মজা, তাচ্ছিল্য করছেন, নাম নিয়ে ঠাট্টা করছেন। এটা দেশের প্রধানমন্ত্রীকে মানায় না। আমি অতীতে কংগ্রেসের প্রধানমন্ত্রীদের দেখেছি। বাজপেয়ী, দেবেগৌড়ার মতো অন্য দলের প্রধানমন্ত্রীদেরও দেখেছি। তাঁরা কখনও এমন করতেন না। নরেন্দ্র মোদিজির বুঝতেই পারছেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কেমন হওয়া উচিত।’

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Manipur, Narendra Modi, Rahul Gandhi

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।