flood
ছবি: যমুনা

উত্তরাঞ্চলের পর পানি বাড়ছে মধ্য ও পূর্বাঞ্চলের নদ-নদীর। পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আগামী চব্বিশ ঘণ্টায় প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সিলেটে নদ-নদীর পানি বেড়েছে। কাউনিয়া পয়েন্টে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে। গতকাল সুনামগঞ্জের মহেশখোলায় ২০৩ এবং সিলেটের লালাখালে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এছাড়া, সোমেশ্বরী নদীতেও পানি বেড়েছে। নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। এতে প্লাবন পরিস্থিতির আশঙ্কায় রয়েছে নদী তীরবর্তী মানুষ।

এদিকে, রংপুর ও লালমনিরহাটে বাড়ি-ঘর থেকে পানি নেমে গেছে। তবে নষ্ট হয়েছে আমন ফসল ও সবজির ফলন। বারবার পানি উঠা আর নামার কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও সড়ক। দুর্গতদের সহায়তা দেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

/এমএন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।