fabbdbcbcecc dcd
ছবি: আজকের পত্রিকা

অনাস্থা প্রস্তাবের জবাবে ওয়াকআউট করায় বিরোধী দলগুলোকে উপহাস করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘তারা সংসদ থেকে পালিয়ে গেছে।’ গত বৃহস্পতিবার সংসদে বিরোধী দলগুলোকে নিয়ে এমন উপহাস করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভোটে হারের ভয়ে সংসদ থেকে বিরোধীদলগুলো ওয়াকআউট করেছে। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে।

আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ’ এর উদ্বোধনী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘মাত্র দুই দিন আগে আমরা সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি। আমরা তাদের প্রচারিত নেতিবাচকতাকেও পরাজিত করেছি। আসলে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পাচ্ছিল। তারা ভোটাভুটি চায়নি কারণ এতে তাদের জোটের ফাটল সবার সামনে এসে যেত। তাই তারা সংসদ থেকে পালিয়েছে।’ 

লোকসভায় কণ্ঠভোটের মাধ্যমে অনাস্থা প্রস্তাব পরাজিত হয়। 

প্রধানমন্ত্রী দাবি করেন বিরোধী দলগুলো শুধু মণিপুর নিয়ে রাজনীতি করতে চেয়েছে। তারা আলোচনা নিয়ে সিরিয়াস ছিলেন না। তারা শুধু এ নিয়ে রাজনীতি করতে চেয়েছে। 

কংগ্রেসের ‘দারিদ্র্য হটাও’ স্লোগানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বাস্তবে, তারা দারিদ্র্য সরানোর জন্য ও দেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি। বিজেপি সরকার দরিদ্রদের সার্বিক উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছে।’ 

গত মাসের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভয় দেখানোর জন্য ‘সন্ত্রাস ও হুমকি’ ব্যবহার করায় তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন মোদী। 

মোদী আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে বিরোধী দলকে হুমকি দেওয়ার জন্য সহিংসতা ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও বাংলার মানুষের ভালোবাসায় জনগণের জয় হয়েছে। কিন্তু আমাদের প্রার্থীরা জয়ের পরও বিজয়ী মিছিল বের করতে পারছে না। কেউ মিছিল বের করলেই হামলার শিকার হচ্ছে। এটাই তৃণমূলের রাজনীতি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।