cbfbffabaebfaff bbcd
ছবি: ইত্তেফাক

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর সিজন ৮-এ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন করণের একটি প্রশ্নের উত্তরে বলেন, রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালীন অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। সেই রেশ না কাটতেই আরও একটি মন্তব্যের কারণে ফের বিতর্ক শুরু হয়েছে অভিনেত্রীকে নিয়ে। তিনি মন্তব্য করেছেন, হলিউড অভিনেতা ভিন ডিজোলের সন্তানের মা হতে চান!

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘কফি উইথ করণ’-এর সিজন ৮-এর প্রথম পর্বের অতিথি হয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর সেখানে তিনি মন্তব্য করেছেন, হলিউড অভিনেতা ভিন ডিজোলের সন্তানের মা হতে চান তিনি! নিজের করা এমন মন্তব্যে না চাইতেই এঘটনার পর ফের বিতর্কে জড়িয়ে পড়েছেন দীপিকা। 

দীপিকার হলিউডে অভিষেক ঘটে ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: দ্য জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় ভিন ডিজেলের সঙ্গে দীপিকার জমজমাট রসায়ন নজর কেড়েছিল অনেকের। সেই সময় আমেরিকার জনপ্রিয় এলেন ডিজেনেরসের টক শোয়ে হাজির হন দীপিকা।

এলেন দীপিকার কাছে জানতে চান, ছবিতে তো বেশ রোমান্স করতে দেখা গিয়েছে তোমাদের। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি কিছু আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু? টোল ফেলা গালে হেসে দীপিকা বলেন, আগুন না থাকলে কি ধোঁয়া হয়? যদিও সেই সময় রণবীরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা।

 

 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।