Porshi samakal ddae
ছবি: সমকাল

পড়শী। তারকা কণ্ঠশিল্পী ও মডেল। সম্প্রতি নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত আছেন। গানের পাশাপাশি সম্প্রতি টিভি নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

দীর্ঘ সময় মোবাইল ফোন বন্ধ। খোঁজ নিয়ে জানা গেল ঢাকায় নেই। এখন কোথায়, কী নিয়ে ব্যস্ত?

শুটিং করছি। এজন্য বেশ কিছুক্ষণ ফোন বন্ধ রেখেছিলাম। এখন বান্দরবান আছি। এখানে ইমরান মাহমুদুলের সঙ্গে একটি মিউজিক ভিডিওর শুটিং করছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। কয়েক দিন পর শ্রোতারা জানতে পারবেন, আমরা নতুন কী আয়োজন করছি।

ইমরানের সঙ্গে আগেও বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন। আগের গানগুলো থেকে এবারের আয়োজনে কি ভিন্নতা খুঁজে পাওয়া যাবে?

শ্রোতার ভালো লাগার কথা মাথায় রেখেই সবসময় নতুন কিছু করার চেষ্টা থাকে। এরপর গান কতটা সময়োপযোগী, ভালো বা মন্দ হলো, তা শ্রোতারাই বলে দেন। এর আগে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘আবদার’, ‘বলে দাও’সহ যে গানগুলো গেয়েছি, তা অনেকের ভালো লেগেছে। আমার ধারণা, আমাদের নতুন গানটিও তাঁদের নিরাশ করবে না।

শিগগিরই তাহলে শ্রোতারা আপনার নতুন গান শুনতে পাবেন?

আশা করছি, নতুন গানের জন্য শ্রোতাদের বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না। অনেক দিন ধরে জানতে চাচ্ছেন, নতুন গান কবে প্রকাশ করব। রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এ বিচারক হওয়ার কারণে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারিনি। যেজন্য নিশ্চিত করে বলতে পারিনি, নতুন গান কবে প্রকাশ পাবে। শুধু এটা বলেছিলাম, ব্যস্ততা কমলেই নতুন গানের আয়োজন শুরু করব। কিন্তু মাঝে আবার অভিনয় নিয়ে কিছুদিন ব্যস্ত হয়ে পড়ায় নতুন গানের কাজ হাতে নিয়েও তা শেষ করতে পারিনি। এখন হাতে কিছুটা সময় পেয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, শ্রোতাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব।

গত ঈদে ‘শাদী মোবারক’ নাটকে দর্শক-প্রশংসা কুড়িয়েছেন। নাটকটি দর্শকের মাঝে এত সাড়া ফেলবে অনুমান করতে পেরেছিলেন?

‘শাদী মোবারক’ নাটকের গল্পে আছে চেনা জীবনের ছায়া। অন্যদিকে, পরিচালক মাহমুদ মাহিন থেকে শুরু করে মুশফিক ফারহানসহ অন্য শিল্পীরা সবাই চেষ্টা করেছেন গল্পকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার। তাই নাটকের কাজ শেষ করার পর এটি ভালো লাগবে- এটুকু অনুমান ছিল। কিন্তু এত সাড়া ফেলবে, এটা সত্যি ভাবিনি।

এখন কি তাহলে নিয়মিত অভিনয়ে দেখা যাবে?

ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব। কিন্তু অভিনয়ের জন্য প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াব- এমন কোনো কথা দিতে পারছি না। কিছু কাজ একান্ত ভালো লাগা থেকে করি। অভিনয়ে-মডেলিংয়ের বিষয়টিও তেমনই। তবে যা কিছুই করি না কেন, গানের ভুবনেই থাকতে চাই সবসময়। কারণ, গানই আমার প্রাণ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।