raksha x
ছবি: নিউজ ১৮

মুম্বই: ভাই-বোনের ভালবাসা। আর সেই ভালবাসা উদাহরণ হয়ে থাকবে। নন্দিনী আর রাহুল ভাই-বোনের ভালবাসা অমর করে রাখলেন।

ছোট ভাই লিভার সিরোসিসে আক্রান্ত। শরীরে কঠিন রোগের খোঁজ আগে পাওয়া গেলে চিকিৎসকরা ওষুধে তা সারানোর চেষ্টা করতেন। কিন্তু ১০ম শ্রেণীতে পড়াশোনা করা রাহুল পাটিলের শরীরের সমস্যা ধরা পড়ে অনেক দেরিতে। ফলে তখন লিভার প্রতিস্থাপন ছাড়া আর উপায় ছিল না।

রাহুলের লোয়ার অ্যাবডোমেনে ফ্লুইড জমা হতে থাকে। সঙ্গে জন্ডিস। দিনের পর দিন আরও অসুস্থ হতে থাকে রাহুল। চিকিৎসকরা জানিয়ে দেন, লিভার প্রতিস্থাপন ছাড়া আর কোনও উপায় নেই।

আরও পড়ুন- আইএএস নিয়াজ খানের নিশানায় এবার কপিল শর্মা; স্ক্রিনশট শেয়ার করে দাগলেন তোপ!

রাহুলের মা এগিয়ে আসেন। তবে তিনি HbsAg positive ছিলেন। তাই চিকিৎসকরা জানিয়ে দেন, তিনি ডোনার হতে পারবেন না। এর পরই এগিয়ে আসেন নন্দিনী। তিনি রাহুলের দিদি।

নন্দিনী নিজের লিভারের একটি অংশ ভাইকে দান করেন। নন্দিনী এখন কলেজে পড়েন। তিনি বলেন, ভাই আমার কাছে সব। ওর জন্য আমি সব করতে পারি। আমাদের গোটা পরিবার গত কয়েক মাস ধরে ভাইয়ের জন্য চিন্তায় ছিলাম। ও এবার নতুন করে বাঁচবে। নিজের জীবনের সব স্বপ্ন পূরণ করবে।

লিভার প্রতিস্থাপনে খরচ অনেক। পাটিল পরিবারের পক্ষে এত খরচের ভার নেওয়া সম্ভব ছিল না। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতাল ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন রাহুলের জন্য এগিয়ে আসে। ইতিমধ্যে রাহুলের অপারেশন হয়েছে।

আরও পড়ুন- প্লেন মাঝ-আকাশে হৃৎস্পন্দন আটকে গিয়েছিল ২ বছরের শিশুর, তারপর হল মিরাকেল

মুম্বইয়ের সেই হাসপাতালের চিকিৎসক বিক্রম রাউত বলছিলেন, রাখি বন্ধনে ভইকে দেওয়া বোনের এর থেকে বড় উপহার আর কী হতে পারে!

Published by:Suman Majumder

First published:

Tags: Raksha Bandhan

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।