brammanbaria dedfeebfbe ceadedfddcaebd
ছবি: বাংলা ট্রিবিউন

খেলার মাঠে তুচ্ছ ঘটনার বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা (গৌতমপাড়া) এলাকার ধন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার বিকালে গৌতমপাড়ার কাসেম আলীর ছেলে জামানের সঙ্গে শফিকুল ইসলামের চাচাতো ভাই আব্দুল্লাহ’র ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। তারপর উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামের মুরুব্বিরা তা মিটমাট করে দেন। শনিবার সন্ধ্যার দিকে শফিকুল ইসলামের ট্রাকটি নিয়ে ২নং গ্যাস ফিল্ড সংলগ্ন পাম্পের সামনে থামালে হঠাৎ জামান (৩০) শফিকুল ইসলামকে জাপটে ধরে। এক পর্যায়ে জামান শফিকুল ইসলামের বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। এতে শফিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার কারণ সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, ফুটবল খেলার ঝগড়া নিয়ে আজকে শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িত জামান ও রিয়াদকে গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।