MHM
ছবি: চ্যানেল অনলাইন

চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ্যে এসেছে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্মানীয় পুরস্কারের জন্য যে ৩০ জনের নাম বাছাই তালিকায় অবধারিতভাবে আছে লিওনেল মেসি, আর্লিং হালান্ড ও কাইলিয়ান এমবাপের নাম। আগামী ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সংক্ষিপ্ত তালিকা থেকে গত বছর বাদ পড়েছিলেন মেসি। এ বছর আবারো জায়গা পেলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে আসা এ ফুটবলার। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক এলএম টেন গত ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

Bkash July

সৌদি আরবের আল নাসেরের হয়ে বর্তমানে খেলা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৩ সালের পর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমাররের নামও এবারের তালিকায় নেই।

মনোনীতদের তালিকায় স্থান পাওয়া হালান্ড ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির শক্ত প্রতিদ্বন্দ্বী। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। ক্লাবের প্রিমিয়ার লিগ, এফএ কাপ, এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২৩ বর্ষী এ ফুটবলার প্রিমিয়ার লিগে অভিষিক্ত খেলোয়াড় হিসেবে রেকর্ড ৩৬ গোলের রেকর্ডও গড়েন।

Reneta June

কাতার বিশ্বকাপে সর্বাধিক ৮ গোল করে গোল্ডেন বুট জয়ী এমবাপেও একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপের ফাইনালে পেয়েছিলেন হ্যাটট্রিক। পিএসজির জার্সিতে লিগ ওয়ানসহ জিতেছেন মোট ২৯টি ট্রফি।

ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার মনোনীতদের তালিকায় প্রাধান্য পেয়েছেন। গত মৌসুমে ট্রেবল জেতা সিটির সাতজন খেলোয়াড় তালিকায় আছেন। বিশ্বকাপজয়ী চার আর্জেন্টাইন ফুটবলারের নামও রয়েছে তালিকায়।

 

ব্যালন ডি’অরের বাছাই তালিকা:

আন্দ্রে ওনানা – ম্যানচেস্টার ইউনাইটেড/ক্যামেরুন
জোসকো গ্যাভারদিওল – ম্যানচেস্টার সিটি/ক্রোয়েশিয়া
করিম বেনজেমা – আল ইত্তিহাদ
জামাল মুসিয়ালা – বায়ার্ন মিউনিখ/জার্মানি
মোহাম্মদ সালাহ – লিভারপুল/মিশর
জুড বেলিংহাম – রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড
বুকায়ো সাকা – আর্সেনাল/ইংল্যান্ড
রান্ডাল কোলো মুয়ানি – প্যারিস সেন্ট জার্মেই/ফ্রান্স
কেভিন ডি ব্রুইনে – ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম
বের্নার্দো সিলভা – ম্যানচেস্টার সিটি/পর্তুগাল
এমিলিয়ানো মার্টিনেজ – অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা
খভিচা কভারতসখেলিয়া – নাপোলি/জর্জিয়া
রুবেন ডিয়াস – ম্যানচেস্টার সিটি/পর্তুগাল
নিকোলো বারেল্লা – ইন্টার মিলান/ইতালি
আর্লিং হ্যালান্ড – ম্যানচেস্টার সিটি/নরওয়ে
ইয়াসিন বোনো – আল হিলাল/মরক্কো
মার্টিন ওডেগার্ড – আর্সেনাল/নরওয়ে
জুলিয়ান আলভারেজ – ম্যানচেস্টার সিটি/আর্জেন্টিনা
ইলকাই গুনডোয়ান – বার্সেলোনা/জার্মানি
ভিনিসিয়াস জুনিয়র – রিয়াল মাদ্রিদ/ব্রাজিল
লিওনেল মেসি – ইন্টার মিয়ামি/আর্জেন্টিনা
রদ্রি – ম্যানচেস্টার সিটি/স্পেন
লৌতারো মার্টিনেজ – ইন্টার মিলান/আর্জেন্টিনা
অ্যান্টনিও গ্রিজম্যান – অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স
রবার্ট লেভান্ডোভস্কি – বার্সেলোনা/পোল্যান্ড
কাইলিয়ান এমবাপে – প্যারিস সেন্ট জার্মেই/ফ্রান্স
কিম মিন-জায়ে – নাপোলি/দক্ষিণ কোরিয়া
ভিক্টর ওসিমেন – নাপোলি/নাইজেরিয়া
লুকা মদ্রিচ – রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া
হ্যারি কেন – বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড

I Screen Ami k Tumi

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।