Raksha Bandhan
ছবি: নিউজ ১৮

মেহন্দি পরা নিয়ে আমাদের দেশে নানা রকমের সংস্কার রয়েছে। যার বেশিরভাগটাই মূলত বিবাহিতাদের ক্ষেত্রে প্রযোজ্য।  সে কারণেই মেহন্দি পরানোর সময়ে নকশার এক কোণে লেখা থাকত প্রিয়তমের নামের আদ্যক্ষর। কালের ধারায় তার রঙ আর নকশার সাজ এসেছে অবিবাহিতাদের মধ্যেও। এখন অনেকেই শুধু বিয়ে উপলক্ষ্যে নয়, যে কোনও উৎসবে, অনুষ্ঠানে হাতে তুলে নেন মেহন্দির সাজ।

সেভাবেই দেশের আনাচে-কানাচে অনেক বোনই রাখি উৎসব উপলক্ষ্যে সেজেছেন মেহন্দিতে। তাঁদের মেহন্দি রাঙা হাত যখন ভাইয়ের কবজিতে রাখি বাঁধবে, নিঃসন্দেহে তা হয়ে উঠবে মনে এবং সোশ্যাল মিডিয়ায় ধরে রেখে দেওয়ার মতো মুহূর্ত। তবে আপাতত যে ভিডিও ভাইরাল হয়েছে রাখির মেহন্দির, তাতে বোন তাঁর ভাইয়ের নাম মেহন্দির নকশায় ফুটিয়ে তুলে ভাইরাল হননি- বিষয়টির ব্যাপ্তি যথেষ্টই গভীর।

আরও পড়ুন: ‘লোকের ভুল ধরতে ব্যস্ত সবাই’, আলিয়াকে লিপস্টিক মুছতে বলেছিলেন রণবীর, সেই প্রসঙ্গে সরব নায়িকার মা

X, অর্থাৎ পূর্ববর্তী ট্যুইটারে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক বোনের মেহন্দি রাঙা হাত। সেই হাতের নকশা বেশ ভালই চোখ টানে। কিন্তু একটু নজর দিয়ে দেখতে গেলেই চোখ কপালে উঠবে। সেই নকশায় ফুটিয়ে তোলা হয়েছে আদতে একটি কিউআর কোড। এর পরের ধাপে ভাইকে দেখা যাচ্ছে সেই কিউআর কোড স্ক্যান করতে। সাবলীল ভাবেই সম্পন্ন হয়েছে সেই স্ক্যানিং, ত্বকে মেহন্দি দিয়ে তৈরি করা হলেও কোনও অসুবিধা হয়নি। আর কী, এবার শুধু বোনকে উপহার পাঠানোর পালা।

আরও পড়ুন: দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার

ভাই আশা করাই যায় বেশ ভাল মতোই একটা টাকার রাশি ট্রান্সফার করেছেন বোনের অ্যাকাউন্টে। বোন চেয়েছিলেন ৫০০০ টাকা, তবে ঠিক কত টাকা তিনি পাঠিয়েছেন, তা ভিডিওয় দেখা যায়নি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রবি সুতানজানি নামের এক ইউজার, লিখেছেন- ডিজিটাল ইন্ডিয়ার এটাই শীর্ষ মুহূর্ত।

Published by:Sayani Rana

First published:

Tags: Raksha Bandhan, Raksha Bandhan 2023


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।