David Willey
ছবি: চ্যানেল অনলাইন

KSRM

চলতি বিশ্বকাপ শেষেই অবসরে যাবেন ইংল্যান্ডের পেস-অলরাউন্ডার ডেভিড জনাথন উইলি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানিয়েছেন বাঁহাতি পেসার। টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টির কোনো সংস্করণেই আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না ৩৩ বর্ষী তারকা।

এক্স হ্যান্ডলে উইলি লিখেছেন, ‘কখনোই চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার। ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা ও আলোচনা শেষে, আমি অনুভব করেছি যে, বিশ্বকাপ শেষে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় এসেছে।’

‘আমি অত্যন্ত গর্বের সাথে এই জার্সিটি পরিধান করেছি এবং এরজন্য আমার সর্বস্ব দিয়েছি। আমি খুবই ভাগ্যবান যে বিশ্বের অন্যতম সেরা কিছু খেলোয়াড়ের সাথে খেলেছি এবং তাদের অংশ ছিলাম। বিশেষ কিছু মুহূর্ত পেয়েছি এবং ভালো বন্ধু, কিছু কঠিন সময়ও পার করেছি।’

এপর্যন্ত ইংল্যান্ডের হয়ে উইলি ৭০টি ওয়ানডে এবং ৪৩টি টি-টুয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ৯৪ উইকেট এবং টি-টুয়েন্টিতে ৫১ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে গড় ২৬ এবং স্ট্রাইকরেট ৯৩। তবে টি-টুয়েন্টিতে গড় মাত্র ১৫ হলেও স্ট্রাইকরেট প্রায় ১৩১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।