bbabaeeecfbbf
ছবি: বাংলা ট্রিবিউন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়ি চাপায় কর্তব্যরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। মো. সাদ্দাম হোসেন নামের ওই ব্যক্তি এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে বিমানে কর্মরত ছিলেন। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও চালকদের অদক্ষতার কারণে দুর্ঘটনার ঝুঁকির সৃষ্টি হয়। আগে একাধিকবার দুর্ঘটনা উড়োজাহাজের ক্ষয় ক্ষতি ও মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘পদ্মা ওয়েলের একটি গাড়ি এক বিমান কর্মীকে চাপা দিয়েছে। এ ঘটনায় গাড়ি চালকসহ সংশ্লিষ্টদের থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আইনগত ব্যবস্থা নিতে।’

জানা গেছে, বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত ছিলেন সাদ্দাম হোসেন। উড়োজাহাজে তেলবাহী পদ্মা অয়েলের গাড়ি তাকে চাপা দেয়। অচেতন অবস্থায় সাদ্দামকে উত্তরার উইমেন’স মেডিক্যাল কলেজে নিলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে আমরা এই দুর্ঘটনার সংবাদ পাই। ঘটনাস্থলে দ্রুত আমাদের একটি টিম যায়। সেখান থেকে ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ এখন উত্তরার উইমেন্স মেডিক্যাল কলেজে আছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন:

অনিয়ন্ত্রিত যানবাহনের ঝুঁকিতে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকা 
অ্যাপ্রোন এলাকায় বিমানের গাড়ির ধাক্কায় কাস্টমস কর্মকর্তা আহত


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।