unnamed file
ছবি: নিউজ ১৮

গাছেরাও এবার থেকে পাবে পেনশন৷ হরিয়ানায় চালু হল ‘প্রাণ বায়ু স্কিম’৷ গুরুগ্রামের ৭৫ বছরের বেশি বয়সী ৮০টি হেরিটেজ গাছকে প্রথমবারের মতো এই পেনশন দেওয়া হয়েছে। কি এই স্কিম? কত টাকা করেই বা পাওয়া যাবে? আবেদনের শর্ত কী? প্রাণ বায়ু স্কিমের সব বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে৷

গাছ আমাদের অক্সিজেন দেয়৷ পরিবেশের সুরক্ষার জন্য গাছ বাঁচিয়ে রাখা অত্যন্ত আবশ্যক৷ এই প্রল্পের অধীনে হরিয়াণায় গাছ সংরক্ষণের জন্য ২৭৫০ টাকা করে বার্ষিক পেনশনের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: ভারতের সবথেকে বড় তথ্য ফাঁস? হ্যাকারের কবলে প্রায় ৮১.৫ কোটি ভারতীয়র তথ্য

হরিয়ানা সরকার ২৬ অক্টোবর ২০২৩-থেকে এই পেনশন জারি করা হয়েছে৷ প্রথমে ঘোষণা করা হয় পেনশন বাবদ গাছের মালিককে ২৫০০ টাকা করে দেওয়া হবে৷ পরবর্তীকালে আরও ২৫০ টাকা বাড়ানো হয়৷ গাছের জীবনকাল বাবদ এই স্কিমের টাকা লাঘু থাকবে৷

এই প্রকল্পের অধীনের নির্বাচিত গাছের ৯০ শতাংশই অশ্বত্থ গাছ৷ এর একটি বড় কারণ হল বট এবং অশ্বত্থ জাতীয় গাছ প্রচুর অক্সিজেন দেয়৷ তাই এই ধরনের গাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি৷

প্রসঙ্গত এই প্রকল্পের সুবিধা পেতে হলে, যে কোনও ব্যক্তি সংশ্লিষ্ট জেলার বন বিভাগের অফিসে আবেদন করতে পারেন। তবে শর্ত অনুযায়ী, আবেদনকারী ব্যক্তির জমিতে গাছের বয়স ৭৫ বছরের বেশি হতে হবে। এই টাকা গাছের রক্ষণাবেক্ষণে মালিককে ব্যয় করতে হবে।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Haryana, Pension

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।