Rohit Sharma
ছবি: চ্যানেল অনলাইন

ঘরের মাঠে খেলা, বড় ম্যাচ, আসরের প্রথম সেমিফাইনাল। যাতে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত, কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। বিশ্বকাপ নামের মধ্যেই যেখানে একধরনের চাপ জড়িত, সেখানে এমন ম্যাচের আগে ঘুমহীন রাত কাটে কিনা। কাল কী হবে, কেমন খেলব, এমন বিষয় মাথায় আসে কিনা। এমন বিষয়গুলোর রহস্য খোলাসা করেছেন রোহিত।

সেমির আগেরদিন সংবাদ সম্মেলনে রোহিত জানালেন, ‘না, এমন হয় না। সেজন্য আমি একা থাকি না। আমার সাথে পরিবার আছে। সুতরাং, আমার মন একবার এখানে আরেকবার সেখানে ঘুরে বেড়ায়। যা একটি খুব ভালো বিষয়। যখন আমার হোটেল রুমে যাই, আমরা ক্রিকেট থেকে সম্পূর্ণ দূরে থাকি।’

‘আমরা আরও অনেককিছু নিয়ে আলোচনা করি। সুতরাং, এটি একটি ভালো বিষয়। হ্যাঁ, আপনার যখন সময় থাকে, তখন আপনি ক্রিকেট নিয়ে চিন্তা করবেন না, তখন আপনার চিন্তা করা উচিত নয়। যদি সারাদিন ভাবেন, কী হবে? সুতরাং, অন্যকিছু সম্পর্কে চিন্তা করাও গুরুত্বপূর্ণ।’

বুধবার প্রথম সেমিফাইনালে নামছে ভারত ও নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।