oicsecratry pm
ছবি: যমুনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম। সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় হিলটন হোটেলে কেএসএ সম্মেলনস্থলে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে এ সময় তারা কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান। বলেন, ওআইসিভুক্ত দেশগুলোকে এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

সময় ওআইসি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। আর বললেন, শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা বিশ্বের কাছে রোল মডেল।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি। প্রধানমন্ত্রী এ সময় নারীর উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

সরকারপ্রধান ওআইসি মহিলা উন্নয়ন সংস্থাকে বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের পাশে থাকার আহ্বান জানান। এ সময় নারী শিক্ষা ও ক্ষমতায়নে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন ড. আফনান আলশুয়াইবি।

/এমএন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।