khagrachariiii
ছবি: যমুনা

খাগড়াছড়ি করেসপন্ডেন্ট:

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতাল অবরোধের প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাতে। সেখানকার পর্যটন কেন্দ্রগুলোতে নেই পর্যটক। ইতোমধ্যে পর্যটকরা হোটেল বুকিং বাতিল করছেন।

বছরজুড়ে খাগড়াছড়ির উঁচু-নিচু পাহাড়, সর্পিল সড়ক ও সবুজের সমারোহে পর্যটকরা মুখরিত হলেও এখন ফাঁকা। রাজনৈতিক অস্থিরতার কারণেই খাগড়াছড়ি পর্যটকশুন্য। অথচ প্রতি বছর শীত মৌসুমের শুরুতে জমজমাট থাকে এই পার্বত্য জেলার রিচাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কসহ দর্শনীয় সব স্পট। এবার সেখানকার কর্মীদের অলস সময় কাটছে।

এদিকে, মৌসুমের শুরুতেই রাজনৈতিক অস্থিরতা আর মন্দাভাবে উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন খাতকে অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে পর্যটক খাত সংশ্লিষ্টরাও বিপাকে।

খাগড়াছড়ি আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেছেন, পর্যটন মৌসুমের আগে রাজনৈতিক অস্থিরতায় আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

প্রশাসনের হিসেবে প্রতি বছর ভরা মৌসুমে মাসে ১৫ হাজারের বেশি পর্যটকের সমাগম ঘটে খাগড়াছড়িতে। কিন্ত চলমান অস্থিরতায় বর্তমানে তা শূন্যের কোঠায়।

/আরএইচ/এমএন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।