chelsea vs man city
ছবি: যমুনা

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সাথে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শেষ মুহূর্তে পালমারের পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দুদলের কেউই।

ম্যাচের পরতে পরতে ছিল থ্রিল। খেলার ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন আর্লিং হালান্ড। চার মিনিট পর ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার গোল চেলসিকে সমতায় ফেরায়। ৩৭ মিনিটে ম্যান সিটির সাবেক খেলোয়াড় রাহিম স্টার্লিং লক্ষ্যভেদ করলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পচেত্তিনোর শিষ্যরা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আকানজির গোলে সমতায় ফেরে সিটি।

বিরতির পর খেলতে নেমে আক্রমণ-পাল্টা আক্রমণ শানায় দুদলই। ৪৭ মিনিটে গোলের দেখা পায় পেপ বাহিনী। নরওয়েজিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় সিটি। নিকোলাস জ্যাকসনের ৬৭ মিনিটের গোল চেলসির জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে। খেলার ৮৬ মিনিটে রদ্রিগোর জোরালো শট চেলসি ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে মনে হচ্ছিল, ম্যাচ শেষের হাসি বুঝি গার্দিওলার মুখেই থাকবে। কিন্তু নাহ! নাটক তখনও বাকি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে গিয়ে বাজে পেনাল্টির বাঁশি। আর পেনাল্টি থেকে কোল পালমারের গোলে হার এড়ায় চেলসি। খেলা শেষ হয় ৮ গোলের (৪-৪) থ্রিলার উপহার দিয়ে।

এই ড্র শেষে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে রয়েছে হালান্ডরা। আর সমপরিমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে ‘দ্য ব্লুজ’রা।

/এএম


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।