Assembly Election  wife will contest against husband in danta ramgarh rajasthan
ছবি: নিউজ ১৮

দন্তরামগড়: বিধানসভা নির্বাচনে স্বামীর বিরুদ্ধে প্রার্থী স্ত্রী। অভিনব এই ঘটনা রাজস্থানে। আর কদিন পরেই রাজস্থান বিধানসভা নির্বাচন। সিকর জেলার দন্তরামগড় বিধানসভা আসনে একটি আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন স্ত্রী।

জানা গিয়েছে, জেজেপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন রীতা সিং। তাঁর স্বামী এবং বর্তমান কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র সিংও এদিন মনোনয়ন জমা দিয়েছেন। যদিও কংগ্রেস এখনও এই আসন থেকে প্রার্থী ঘোষণা করেনি। তবে বলা হচ্ছে, হাইকমান্ডের নির্দেশেই বীরেন্দ্র সিং তাঁর মনোনয়ন জমা দিয়েছেন।

বীরেন্দ্র সিং বর্তমানে এই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক। বীরেন্দ্র সিং প্রবীণ কংগ্রেস নেতা এবং পিসিসি প্রধান নারায়ণ সিংয়ের ছেলে। নারায়ণ সিং বেশ কয়েকবার এই আসন থেকে বিধায়ক হয়েছেন। তিনি অতীতে কংগ্রেস সরকারের মন্ত্রীও ছিলেন। এই এলাকায় নারায়ণ সিং এর ভাল পরিচিতি রয়েছে বহুদিনের।

আরও পড়ুন, তৃণমূলের সঙ্গে জোট নিয়ে নিচুতলায় বিভ্রান্তি, ইয়েচুরির সামনেই সরব জেলার নেতারা

আরও পড়ুন, বড় খবর! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল, প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশাল ঘোষণা

রাজস্থানের শেষ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাঁর গতবার টিকিট দিয়েছিলেন ছেলেকে। এরপর বীরেন্দ্র সিং বিধায়ক হন। রিতা সিংও রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি কংগ্রেসের সিকরের জেলা প্রধানও ছিলেন। কিন্তু পরবর্তীতে পারিবারিক বিভেদের কারণে স্বামী-স্ত্রীর রাজনৈতিক পথ বিচ্ছিন্ন হয়ে যায়। ২০১৮ সাল থেকে স্বামী-স্ত্রী আলাদা হয়ে গিয়েছেন। রিতা সিং সম্প্রতি জননায়ক জনতা পার্টিতে যোগ দেন। এরপর জেজেপি রীতাকে দলের মহিলা মোর্চার সভাপতি করে। সেই সময়েই প্রায় ঠিক হয়ে গিয়েছিল রীতা সিং দন্তরামগড় থেকে নির্বাচনে লড়বেন।

 

এদিন বীরেন্দ্র সিং টিকিট ছাড়াই কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেওয়ার পর এখন স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রায় নিশ্চিত। দন্তরামগড়ে প্রবীণ বিজেপি নেতা ভৈরন সিং শেখাওয়াতও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে এবার স্বামী-স্ত্রী একে অপরের মুখোমুখি হওয়ায় নির্বাচনী লড়াই আকর্ষণীয় হয়ে উঠেছে।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Assembly Election 2023

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।