ছবি: নয়া দিগন্ত


পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ইডেন গার্ডেনে আগে ব্যাট করে ৩৩৮ রানের লক্ষ্য দিয়েছে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়া পাকিস্তান পারবে কি এই রান পাহাড় টপকাতে? উত্তরটা সময়ই বলে দেবে।

তবে এই ম্যাচের জয়-পরাজয় উভয় দলের জন্য বিশ্বকাপে কোনো মূল্য রাখে না। দুই দলই ছিটকে গেছে সেমিফাইনালের দৌড় থেকে। ইংল্যান্ড তো বিদায় নিয়েছে আগেই, আর আজ ইডেনে ইংল্যান্ড টসে জিতে আগে ব্যাট করার সাথে সাথে সমীকরণ শেষ হয়ে যায় পাকিস্তানের জন্যও।

ইডেনে শনিবার উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের সুবাস পেয়ে যায় ইংলিশরা। ১৩.২ ওভারে বিনা উইকেটে তুলে নেয় ৮২ রান। ডেভিড মালান ৩৯ বলে ৩১ করে, ইফতেখারের বলে আউট হন। দ্বিতীয় উইকেটের দেখা পেতে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি, জনি বেয়ারেস্টোকে ফেরান হারিস রউফ। আউট হবার আগে তার ব্যাটে আসে ৬১ বলে ৫৯ রান।

এরপর শুরু হয় জো রুট ও বেন স্টোকস শো। ১৩১ বলের জুটিতে ১৩২ রান যোগ করেন দু’জনে। শতক হাতছাড়া হবার আক্ষেপ নিয়ে স্টোকস ফেরেন ৭৬ বলে ৮৪ রানে। জো রুটও খানিকবাদে তার পথ ধরেন, ৭২ বলে ৬০ রান আসে তার ব্যাটে। দু’জনেই শিকার হন শাহিন আফ্রিদির।

৪২.২ ওভারে ২৫৭ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জশ বাটলারের ১৮ বলে ২৭ ও হ্যারি ব্রুকের ১৭ ৩০ রানে তিন শ’ পেরোয় ইংল্যান্ড। মইন আলি, ক্রিস ওকস সফল না হলেও ডেভিড উইলির ঝড়ো ৫ বলে ১৫ রানে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ পর্যন্ত পৌঁছায় ইংলিশরা।

ইংল্যান্ড শেষ ৪ ওভারে ৩৪ রান তুলতেই হারায় ৫ উইকেট। হারিস রউফ ৩টি, ওয়াসিম জুনিয়র ও শাহিন আফ্রিদি নেন দুটো করে উইকেট।

 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।