fm
ছবি: যমুনা

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নির্বাচন নিয়ে আলোচনার আনুষ্ঠানিক প্রস্তুতি নেই। তবে কোনো দেশ নির্বাচনে সহায়তা করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। আর যদি কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে নাক গলাতে চায় তা গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ কোনো চাপে নেই। দেশের জনগণ সাথে থাকলে সব পরিস্থিতি জয় করা সম্ভব। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, বৈঠকে তিস্তা, সীমান্ত হত্যা বন্ধ ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়াও এই সফরে ৪-৫ জন বিশ্বনেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এটিএম/


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।