ছবি: চ্যানেল অনলাইন

KSRM

গত মৌসুমটা ভালো কাটেনি চেলসি ও লিভারপুলের। শীর্ষ চারে জায়গা করে নিতে পারেনি কেউ। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল দুই জায়ান্ট ক্লাব। টানা চার ম্যাচ মুখোমুখি লড়াইয়ে গোল শূন্য থাকার থাকার দুই দলই পেয়েছে গোলের দেখা। তবে পয়েন্ট ভাগাভাগি করেই মৌসুম শুরু করেছে চেলসি-লিভারপুল।

স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ নিজেদের প্রথম ম্যাচে ১-১ সমতায় ড্র করেছে দুই দল। লিভারপুলের হয়ে গোল করেছেন লুইস দিয়াজ। চেলসিকে সমতায় ফেরান অ্যাক্সেল দিসাসি।

Bkash July

রোববার রাতের লড়াইয়ে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১২ মিনিটে লিভারপুল এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও মোহাম্মেদ সালাহর নেয়া শট গোলবারে লেগে প্রতিহত হয়। ৬ মিনিট পরেই অল রেডসদের এগিয়ে নেন লুইস দিয়াজ।

৩১ মিনিটে চেলসি জালে বল পাঠান সালাহ। তবে মিশরীয় তারকার গোলটিকে অফসাইডের কারণে বাতিল করে দেয় ভিএআর। পাঁচ মিনিট পর চেলসিকে সমতায় ফেরান অ্যাক্সেল দিসাসি।

Reneta June

৪০ মিনিটে ব্লুজদের হয়ে লিভাপুলের জালে বল পাঠান চিলওয়েল। লিভারপুলের মত চেলসিও ধরা পড়ে অফসাইডের ফাঁদে। ভিএআর বাতিল করে দেয় গোলটি। ১-১ সমতায় বিরতিতে যায় দুইদল।

বিরতির পর অবশ্য খেলার গতি কিছুটা কমে যায়। কিছুটা রক্ষণাত্মক খেলে লিভারপুল। শেষ অবধি কেউ গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

I Screen Ami k Tumi

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।