bd sri bvhorerakgoj
ছবি: ভরের কাগজ

বায়ুদূষণের শঙ্কা মাথায় রেখেই আজ দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। টানা ছয় হারে আগেই বিশ্বকাপের আসর বিদায় নিশ্চিত হয়ে গেলেও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে হলে টাইগারদের থাকতে হবে কমপক্ষে সেরা আটে।

এদিকে আজকের ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলনে চোট পেয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। লঙ্কানদের বিপক্ষে বিশ্বমঞ্চে এখনো জয় পায়নি সাকিববাহিনী। অরুন জেটলি স্টেডিয়ামে আজ তাই নতুন ইতিহাস গড়েই চ্যাম্পিয়ন্স ট্রফির পথে এগিয়ে যেতে চায় তারা। বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা খেলতে না পারার প্রশ্ন ধরেই এসেছে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিংঅর্ডার বারবার পরিবর্তনের বিষয়টি।

গতকাল ম্যাচপূর্ববর্র্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘বিষয়টি নিশ্চয়ই ব্যাটিংঅর্ডারের নয়, তাই আপনি কত নম্বরে ব্যাট করতে নামলেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যেখানে ব্যাট করতে নামেন আর কততম ওভারে কখন ব্যাট করতে নামেন সেটা।’ এরপর হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের পর বাংলাদেশের কোচের পদে আর থাকতে পারবেন কিনা।

জবাবে তিনি বলেন, ‘আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়াতে হবে এবং দেখতে হবে কী ভুল হয়েছে। বাকি সিদ্ধান্ত বোর্ড নেবে।’ এদিকে বিশ্বকাপ শুরুর আগে চলতি বছরে বাংলাদেশ তো বটেই, পরিসংখ্যানের বিচারে বিশ্বের সেরা ব্যাটারদের কাতারে ছিলেন শান্ত। ১৪ ইনিংসে দুই সেঞ্চুরির সঙ্গে পাঁচ ফিফটি সবমিলিয়ে ৪৯.৮৫ গড়ে তিনি করেন ৬৯৮ রান। বিশ্বকাপের প্রথম ম্যাচেও। আফগানিস্তানের বিপক্ষে খেলেন ৫৯ রানের অপরাজিত ইনিংস। এরপর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন ২৫ বছর বয়সি এই ব্যাটার। ছয় ম্যাচের অন্তত পাঁচটিতে তিনি আলগা শট খেলে আউট হয়েছেন। শান্ত প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘শান্তর সঙ্গে সার্বক্ষণিক কথা হচ্ছে। আমরা সমস্যার কিছুই পাইনি। টেকনিক্যাল কিছু নেই এখানে। যে কোনো ব্যাটসম্যান প্রথম ৫-১০ বলের মধ্যে আউট হতে পারে। বিশেষ করে টপঅর্ডার ব্যাটাররা কারণ তখন বলের মুভমেন্ট থাকে এবং আপনি সবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। আমার মনে হয় না শান্তর টেকনিক নিয়ে কিছু করার আছে। দুর্ভাগ্যবশত এটিই ক্রিকেট, এটিই খেলার সৌন্দর্য।’ দিল্লির ভয়াবহ বায়ুদূষণে বিপাকে পড়েছে ক্রিকেটাররাও। একদিন আগেই অনুশীলন বাতিল করতে হয়েছিল। বাংলাদেশের দেখাদেখি অনুশীলন করেনি লঙ্কানরাও।

অবশেষে ম্যাচের আগে গতকাল দুপুরের দিকে দিল্লিতে নেটে নামেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসানরা। অনুশীলন করছিলেন মুশফিকও। তবে একটি বল সোজা এসে আঘাত হানে মুশফিকের আঙুলে। এরপর ব্যথায় কাতরাতে থাকেন অভিজ্ঞ এই ব্যাটার। সঙ্গে সঙ্গে বিসিবি চিকিৎসক মঞ্জুর চৌধুরী উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা দেন। খানিকবাদে অবশ্য ব্যাটিং শুরু করেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে কয়েক মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। মুশফিকের চোটের অবস্থা কেমন সেটা অবশ্য এখনো জানা যায়নি। খারাপ কিছু হলে সেটা বাংলাদেশ দলের জন্যই অস্বস্তি বয়ে আনবে। কেননা অতিরিক্ত কোনো ব্যাটার নিয়ে ভারতে যায়নি বাংলাদেশ দল। মুশফিক যদি না খেলে তাহলে একাদশ গঠন করা টাইগারদের জন্য কষ্টসাধ্য ব্যাপারই হয়ে উঠবে। শ্রীলঙ্কা বিপক্ষে বিশ্বকাপে জয়ের রেকর্ড নেই সাকিবদের।

আজ দিল্লিতে তাই জয় তুলে নিতে মরিয়া টাইগাররা। অন্যদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ জিতেছে লঙ্কানরা। আজ টাইগারদের বিপক্ষে জিতলে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটাই নিশ্চিত হবে তাদের। শেষ দুই ম্যাচে জিতলে শেষ আট নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না টাইগারদের। ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে-১.৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সয় নম্বরে অবস্থান করছে তারা। দশে থাকা ইংল্যান্ডের রেটিং-১.৫। এদিতে সমান দুটি করে জয় নিয়ে তালিকার ছয় ও সাত নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।

টাইগাররা আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে তাদেরও পয়েন্ট হবে সমান চার। তখন রানরেটের বিবেচনায় শীর্ষ দুই দল বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নেবে। তবে আগে ম্যাচটি জিততে হবে টাইগারদের। আজকের ম্যাচের পর আগামী ১১ অক্টোবর চেন্নাইয়রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে চন্ডিকা হাথুরসিংহের শিষ্যরা। গত ম্যাচেই ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের বড় ব্যবধানে পরাস্ত হয়।

তাই বলা যায় যে লঙ্কানদের বিপক্ষে মনস্তাত্বিক ভাবে হলেও লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছেন টাইগাররা। বায়ুদূষণের কারণে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় হুমকির মুখে পড়েছে ম্যাচটি। এদিকে গতকাল দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৬৫। এ অবস্থায় মাস্ক পরে অনুশীলন করেছে জয়ের পথে ফিরে যেতে মরিয়া বাংলাদেশ। ৪শর ওপর একিউআইকে অনেক বেশি বিপজ্জনক বলে বিবেচিত হয়। জানা গেছে, ম্যাচের দিন একিউআই পরিমাপ করার পর ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেবেন কর্মকর্তারা।

এআই


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।