forid
ছবি: সমকাল

মহাসড়কে ডাকাতি ও অপহরণের পর টাকা ছিনিয়ে নেওয়া চক্রের মূলহোতসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের ভাঙ্গা থানা-পুলিশ। এ সময় ছিনিয়ে নেওয়া টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সোমবার ভাঙ্গা উপজেলার মুনসুরবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেপ্তার হওয়ারা হলেন- বরগুনার মো. শাহ আলম আকন কালু (৩৫) ও মো. আবুল কালাম (৫০)। 

জেলা পুলিশ সুপার জানান, রোববার বিকেলে ডাকাত দলের ৬ সদস্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে শহিদুল নামে এক যাত্রীকে তাদের মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে উঠায়। পর তার হাত-পা-চোখ বেঁধে তার কাছ থেকে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের কাছ থেকে আরও ৪৩ হাজার টাকা অ্যাকাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয়। শহিদুলের পরিবারের সদস্যরা বিষয়টি ভাঙ্গা থানা-পুলিশকে জানায়। পুলিশ প্রযুক্তি সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুনসুরবাদ এলাকায় ডাকাত দলের দুজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার শাহ আলমের নামে ২১টি মামলা ও কালামের নামে ৮টি মামলা রয়েছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।