ছবি: চ্যানেল অনলাইন

KSRM

এশিয়া কাপের আগে ওয়ানডে অধিনায়ক ঠিক করা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অন্যান্য পরিচালকদের নিয়ে দুই ঘণ্টার জরুরি সভা করেন। আলোচনার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানান, নতুন অধিনায়কের নাম জানতে অপেক্ষা করতে হবে আরও দুই-তিন দিন।

তিনি বলেন, ‘মূলত আজ এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল আমাদের। সেই জন্য আমরা বসেছিলাম সবাই। বৈঠক থেকে আমরা মাননীয় বোর্ড সভাপতিকে (নাজমুল হাসান) অধিনায়ক নির্ধারণ করার দায়িত্ব দিয়েছি। তিনি ভেবে চিন্তে এবং অধিনায়কত্ব নেয়ার জন্য যে কয়েকজন প্রার্থী আছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপর এটা ফাইনাল করা হবে (অধিনায়ক নির্ধারণ করা হবে)। আশা করি আমাগী ২-৩ দিনের মধ্যেই আমরা নতুন অধিনায়ক নির্ধারণ করে ফেলব।’

Bkash July

বিশ্বকাপের বাকি মোটে দুই মাস। সপ্তাহ তিনেক পরই টিম টাইগার্সের এশিয়া কাপ মিশন। তারপর রয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এমন সময় অধিনায়কত্ব থেকে সরে গেছেন তামিম ইকবাল। চোটের সঙ্গে লড়াই করতে থাকা টাইগার ওপেনার খেলবেন না এশিয়া কাপে।

I Screen Ami k Tumi

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।