Untitled  samakal feb
ছবি: সমকাল

রাশিয়ার গ্যাসে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে জার্মান নারীরা ‘টপলেস প্রোটেস্ট’ শুরু করেছেন। এর অংশ হিসেবে রোববার এক সংবাদ সম্মেলনে হঠাৎ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সামনে ‘টপলেস’ হন দুই নারী। তারা দাবি করেন, রাশিয়ার গ্যাসে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 

জার্মান চ্যান্সেলরের অফিসের একটি দরজা খোলা পেয়ে ওই দুই নারী বাগানে তার সামনে চলে আসেন এবং তাদের শরীরের উপরের অংশ অনাবৃত করেন। এই দুই নারীর বুকে লেখা ছিল ‘গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ কর’। খবর স্কাই নিউজের 

ওই সময় ওলাফ শলৎস দর্শনার্থীদের সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই দুই নারীকে চ্যান্সেলরের সামনে থেকে সরিয়ে নেন। এরপর দর্শনার্থীদের সঙ্গে ছবি তোলেন জার্মান চ্যান্সেলর। 

উল্লেখ্য, মস্কোর ওপর বেশকিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। কিন্তু বিদ্যুত ও গ্যাসের জন্য দেশটি রাশিয়ার ওপর অনেকাংশে নির্ভরশীল। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।