bfbebfbeffafc edeafaf
ছবি: ইত্তেফাক

রাজধানীর পল্টন ও সদরঘাট এলাকায় দুই ব্যক্তির চোখে মলম লাগিয়ে চম্পট দিয়েছে মলম পার্টির সদস্যরা। পল্টনে একটি অফিসের অ্যাকাউন্টস অফিসার মোজাম্মেলের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা নিলেও সদরঘাটের ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলামের কাছ থেকে কত টাকা নিয়েছে তা জানা যায়নি। 

সোমবার দুপুরে ও সকালে ঘটনা দুটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ভুক্তভোগী মোজাম্মেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তিনি ধানমন্ডি এলাকায় থাকেন।

অচেতন ব্যক্তিকে নিয়ে আসা সহকর্মী ফারুক হোসেন জানান, ‘পল্টনের চায়না টাউনে এমএক্স কার লিমিটেড নামে প্রতিষ্ঠানে আমরা চাকরি করি। ঐ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত মোজাম্মেল। পল্টনে একটি ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা উঠিয়ে অফিসে আসার পথে মলম পার্টির সদস্যরা তার চোখে মলম লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে।

এদিকে সদরঘাটে মলম পার্টির খপ্পরে পড়েন জাহিদুল ইসলাম। মামলায় হাজিরা দিতে তিনি ঝিনাইদহ থেকে ঢাকায় এসেছিলেন। পাকস্থলী পরিষ্কার করে তাকেও ঢাকা মেডিক্যালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে প্রতারক চক্র তার কাছ থেকে কী পরিমাণ টাকা নিয়ে গেছে, তিনি সে  বিষয়ে কিছু জানা যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।