ছবি: নয়া দিগন্ত


ভোলার চরফ্যাশন উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় দক্ষিণ আইচা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠ কর্মীকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। এনজিও কর্মীর নাম মো: হাসনাইন (২৪)।

রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সকালে উপজেলার দক্ষিণ আইচা বাবুরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাসনাইন ভোলা সদর ঘুইঙ্গারহাট তালতলা এলাকার মো: ইদ্রিসের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন জানান, দক্ষিণ আইচা থানা এলাকায় এক কলেজছাত্রীর মা ওই সংস্থা থেকে ঋণ নেয়। এতে অর্থিক লেনদেনের মাধ্যমে ওই ছাত্রীর সাথে হাসনাইনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১২ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে দক্ষিণ আইচা বাজারে অবস্থিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিসের ভিতরে তার (হাসনাইন) শোয়ান কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে অফিসের পিয়নসহ অপরিচিত লোকজন দরজা ধাক্কা দিয়ে ছাত্রীকে উদ্ধার করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ম্যানাজার সিদ্ধান্ত নেয় ওই ছাত্রীর সাথে এনজিও কর্মীর এক সাপ্তাহের মধ্যে বিবাহ দিবেন। কিন্তু বিয়েতে হাসনাইন রাজি না হয়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রী হাসনাইনকে আসামি করে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় ওই সংস্থার ব্রাঞ্চ ম্যানাজার মো: শামীম জানান, ঘটনার পরে হাসনাইনকে ওই ছাত্রীকে বিয়ের জন্য বলা হয়েছ। কিন্তু সে রাজি না হওয়ায় তাকে অফিস থেকে বাদ দেয়া হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) জানান, রোববার সকালে গ্রেফতারকৃত এনজিও কর্মীকে আদালতে পাঠানো হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।