s somanath
ছবি: নিউজ ১৮

আপাতত প্রকাশিত হচ্ছে না ISRO-র অধ‍্যক্ষ এস. সোমনাথের আত্মজীবনী। কিন্তু হঠাৎই ইসরো প্রধান জানিয়েছেন, আপাতত তিনি নিজের আত্মজীবনী প্রকাশ করছেন না৷ কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত নিলেন ইসরো প্রধান?

শোনা গিয়েছিল নিজের আত্মজীবনীতে প্রাক্তন ইসরো প্রধান কে. কে সিভান সম্পর্কে কিছু বিস্ফোরক দাবি করেছিলেন এস. সোমনাথ৷ সেকারণেই কি বই  প্রকাশে স্থগিত রাখছেন?

আরও পড়ুন: অডিও রেকর্ডিং-এ অনেক অবাঞ্ছিত শব্দ পাচ্ছেন! এই একটি টুল করে দিতে পারে সমাধান

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সোমনাথ নিশ্চিত করেছেন যে তিনি এখন তাঁর আত্মজীবনী ‘নীলাভু কুদিচা সিমহাঙ্গল’ (The Lions that Drank the Moon) প্রকাশ করবেন না৷

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যে তিনি তাঁর আত্মজীবনীতে কারও সম্পর্কে কোনও খারাপ কথা লেখেননি৷ তাঁর আত্মজীবনী বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে৷ কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তবে এই বই নিয়ে কীসের এত বিতর্ক?

সোমনাথের পরিচালনায় সফল হয়েছে চন্দ্রযান ৩ মিশন৷ তবে এর আগের চন্দ্রযান-২ মিশনটি ব্যর্থ হয়৷ শোনা গিয়েছে, চন্দ্রযান-২-এর ব্যর্থতার জন্য আত্মজীবনীতে প্রাক্তন ISRO চেয়ারম্যান কে. কে সিভানকে খানিকটা দায়ী করেছেন এস. সোমনাথ৷ সেইসঙ্গে কে.কে সিভান সম্পর্কে আরও কিছু ক্ষোভ নিজের বইতে উগরে দিয়েছেন তিনি৷

Published by:Ankita Tripathi

First published:

Tags: Chandrayaan 3, ISRO

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।