Untitled
ছবি: প্রথম আলো

উল্লেখ্য, চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে ২০১১ সালে বেলা একটি রিট পিটিশন দায়ের করে। এরপর ২০১২ সালের ১৯ মার্চ আদালত পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন। পরে এ বছরের ৩১ জানুয়ারি আবার নতুন করে আদালত পাহাড় কাটা বন্ধের আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। পাহাড় কাটা রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে আদালতকে অবহিত করা, চট্টগ্রাম বিভাগের বিদ্যমান পাহাড়গুলো কর্তন ও ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কাটা পাহাড়ে বৃক্ষরোপণেরও নির্দেশ দেন আদালত। কিন্তু কোনো নির্দেশই পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।