Gaza
ছবি: ভরের কাগজ

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গাজা শহর ঘিরে ফেলার কাজ শেষ করেছে এবং তারা হামাসের সামরিক চৌকি, সদরদপ্তর এবং স্থাপনায় হামলা চালাচ্ছে।

জাতিসংঘ বলছে, গাজা উপত্যকায় একটি স্কুলে ২০ জন নিহত হয়েছে এবং চারটি আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।খবর বিবিসির।

গত সাতই অক্টোবর থেকে হাজার-হাজার বিমান হামলা ও কামানের গোলা ছুড়ে আসছে ইসরায়েল।

ইসরায়েলে হামাসের হামলা ১৪০০ জন নিহত এবং ২০০ বেশি মানুষকে জিম্মি করার পর থেকে অভিযান চালিয়ে আসছে দেশটি।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের স্থাপনায় হামলা করছে, যার মধ্যে রয়েছে সুড়ঙ্গ এবং রকেট লঞ্চার। তবে তারা বেসামরিক হতাহতের সংখ্যা ‘সর্বনিম্ন রাখার’ চেষ্টা করছে।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৯০৬১ জন মানুষ নিহত হয়েছে।

এদের মধ্যে শিশুর সংখ্যা তিন হাজার ৭৬০ এবং নিহত নারীর সংখ্যা ২ হাজার ৩২৬ জন। এছাড়া আহত হয়েছেন আরও ২৩ হাজার বেসামরিক লোকজন।

এছাড়া, গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি।

এসএম


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।